নিউজ ডেস্ক : করোনা মহামারিতে দেশের অসংখ্য অভুক্ত দুঃস্থ কিশোর-কিশোরীদের পাশে দাঁড়াতে অবস্থা সম্পন্ন ১০ থেকে ১৯ বছর বয়সীদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।
নিজে করোনা আক্রান্ত হয়ে গত ২০ জনু থেকে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। নিজের ফেইসবুক পেইজে লিখেছেন, করোনা আক্রান্ত হয়েছি বলে বলে তো আর থেমে থাকা যায় না। আমাদের ভবিষ্যৎ যাদের হাতে তাদের উদ্দেশ্যে বলছি : “ভালো খাবো ভালো থাকবো” র শপথ নাও এখনই। ৫ লাখ শপথ নেয়া কিশোর-কিশোরীদের সাথে স্বপ্ন পূরণের এই যাত্রায় যোগ দিয়ে গর্জে ওঠো আবারও। শপথ নিতে ক্লিক করো এখানেঃ www.bhalokhabobhalothakbo.com
‘শুধু তাই নয়, শপথ নিয়ে তুমি ভালো রাখতে পারবে অন্যদেরও। আর তাই নিজে শপথ নাও, আর এই বার্তা ছড়িয়ে দাও সবার কাছে। আমি এবং বাংলাদেশ তোমাদের শপথের অপেক্ষায়…।’
সঙ্গে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘হ্যালো বাংলাদেশ, তোমাদের বয়স যদি ১০ থেকে ১৯ বছরের ভেতরে হয় তাহলে তোমাদেরই বলছি, জানি বাসায় থাকতে থাকতে সবাই বিরক্ত। কিন্তু এখন বাসায়ই থাকতে হবে, ভাল খাবো এবং ভাল থাকবো, এই শপথ নিতে হবে এখনই। ওয়েবসাইটে এখনই ফরম পূরণ করে ফেলো। তুমি হয়তো বাসায় বসে ভাল মন্দ খেতে পারছো, কিন্তু তোমার মতো হাজারো কিশোর কিশোরী হয়তোবা না খেয়ে আছে। তাই তুমি শপথ নিলেই বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে এইসব অভুক্ত কিশোর কিশোরীদের কাছে খাবার পৌছে যাবে। আমি আর প্রিয় বাংলাদেশ তোমাদের শপথ নেয়ার অপেক্ষায়। শপথ নিয়ে দেখাও তুমি বাংলাদেশকে কতোটা ভালবাসো।’
মাশারাফির আহ্বানে সাড়া দিতে আপনি এখনি ফরম পূরণ করে তার সঙ্গী হতে পারেন।
মাশরাফির বার্তা । Mashrafe's message
করোনা আক্রান্ত হয়েছি বলে বলে তো আর থেমে থাকা যায় না। আমাদের ভবিষ্যৎ যাদের হাতে তাদের উদ্দেশ্যে বলছি : "ভালো খাবো ভালো থাকবো" র শপথ নাও এখনই। ৫ লাখ শপথ নেয়া কিশোর-কিশোরীদের সাথে স্বপ্ন পূরণের এই যাত্রায় যোগ দিয়ে গর্জে ওঠো আবারও। শপথ নিতে ক্লিক করো এখানেঃ www.bhalokhabobhalothakbo.comশুধু তাই নয়, শপথ নিয়ে তুমি ভালো রাখতে পারবে অন্যদেরও। আর তাই নিজে শপথ নাও, আর এই বার্তা ছড়িয়ে দাও সবার কাছে। আমি এবং বাংলাদেশ তোমাদের শপথের অপেক্ষায়…।
Gepostet von Mashrafe Bin Mortaza am Montag, 29. Juni 2020
sopot nossi