নিউজ ডেস্ক : মহামারি করোনায় বিপর্যস্ত অর্থনীতি। থেমেছে উৎপাদনের চাকা। কাজ হারিয়ে বেকার বহু মানুষ। করোনার ধাক্কায় বেকার হয়েছেন তরুণ-যুবকরা। মহামারির কঠিন সময়ে এসব বেকার যুবকদের মাঝে প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতে যুবলীগ ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে। যুবলীগ সারাদেশে বেকারদের তালিকা করার কাজটি করছে জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
একুশে টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে শেখ ফজলে শামস পরশ এতথ্য জানান।
মহামারির কঠিন সময়ে বেকার যুবকদের ভাগ্য বদলের পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ জানিয়েছেন, বেকার যুবকদের পাশাপাশি যারা কাজ হারিয়ে দেশে ফিরছেন তারা যাতে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারে সে জন্য যুবলীগ সহায়তা করতে চায়।
যুবলীগ চেয়ারম্যান জানান, প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতে যুবলীগ ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে। যুবলীগ সারাদেশে বেকারদের তালিকা করার কাজটি করছে।
মহামারির সময়টিকে কাজ করার সুযোগ হিসেবেই দেখছেন যুবলীগ চেয়ারম্যান। এখন জাতীয়তাবোধ ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে কাজ করার সময়। দুর্নীতির বিরুদ্ধে যুবলীগ সবসময় সোচ্চার থাকবে বলেও জানান পরশ।
তিনি বলেন, অনেকদিনই হয়ত এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তাই গবেষণার ওপরও গুরুত্ব দিতে চায় যুবলীগ।
💙💕💚❤
Nice one 🙂 Alhamdulillah
my name Sheikh Ahsam Habib(Montu)