নিউজ ডেস্ক : ফলোআপ চিকিৎসার জন্য মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সিঙ্গাপুরের উদ্দেশ্যে আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , গত অক্টোবর মাসে মাননীয় অর্থমন্ত্রী ফলোআপ চিকিৎসার উদ্দেশ্যে দুবাই গিয়েছিলেন। কিন্তু করোনা ভাইরাসের জন্য উদ্ভুত বিভিন্ন প্রতিবন্ধকতার কারনে যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করতে না পারায় এখন আবার ফলোআপ চিকিৎসার প্রয়োজনীয়তা জরুরী হয়ে পড়ে।
আগামী ১১ ডিসেম্বর শুক্রবার বা নিকটবর্তী কোন সময়ে মাননীয় অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে।