নিউজ ডেস্ক : দেশব্যাপী আজ সােমবার জঙ্গিবাদ, মৌলবাদ ও সম্প্রদায়িকতার বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। আওয়ামী যুবলীগের পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল আহ্বান করা হয়েছে।
এর আগে রোববার (২৯ নভেম্বর) আওয়ামী যুবলীগের মাে. দেলোয়ার হােসেন শাহজাদা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দলের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাে. মাইনুল হােসেন খান নিখিল’র নির্দেশে সােমবার (৩০ নভেম্বর) যুবলীগের সকল জেলা, মহানগর, উপজেলায় জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার জন্য অনুরােধ করা হলাে।
উল্লেখ্য, রোববার (২৯ নভেম্বর) ঢাকায় সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশের যে সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ, মৌলবাদের বিস্তার পরিলক্ষিত হচ্ছে তার বিরুদ্ধে কেন্দ্রীয় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।