স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথীর গণসংযোগ অব্যাহত রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রায়পুর বাজারে গণসংযোগ চালানো হয়েছে।
এ সময় দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে ভিক্টোরিয়া পারভীন সাথী বাজারের ভোটারদের হাতে নৌকার প্রতিক সম্বলিত লিফলেট তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন।
এদিকে, রবিবার (২৯ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে চালানো হয়েছে নৌকার প্রচার-প্রচারণা। এদিন বিকেলে বাসুয়াড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঘুনিরঘাট বাজার, সাইটখালী ও আলাদীপুর বাজারে তিনটি গুরুত্বপূর্ণ স্থানে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য প্রকৌশলী আশরাফুল কবির বিপুল ফারাজী, জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার, আওয়ামী লীগ নেতা হোসেন আলী মোল্যা ও ইউপি সদস্য সুলতান রাজা, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জুলফিক্কার আলী জুলাই, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, প্রয়াত উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের স্ত্রী ভিক্টোরিয়া পারভীন সাথী। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর এ উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে দীন মোহাম্মদ দীলু পাটোয়ারী ও বিএনপির ধানের শীষ প্রতিকে শামছুর রহমান লড়বেন।