নিউজ ডেস্ক : ৬০ পৌরসভার নির্বাচন জানুয়ারির মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। এবং এই নির্বাচনের অর্ধেক পৌরসভায় ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে।
রোববার নির্বাচন কমিশনের (ইসি) সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশন চার ধাপে পৌর নির্বাচন করতে চায়। প্রথম ধাপে ২৫ পৌরসভায় ইভিএমে ২৮ ডিসেম্বর নির্বাচন হবে। দেশের ৩২৯ পৌরসভার মধ্যে আরও প্রায় ১৭০টির ভোট হবে ফেব্রুয়ারির মধ্যে।
সচিব মো. আলমগীর জানান, কমিশনের বৈঠকে তিনটি ধাপে ১৬৯ পৌরসভায় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপের ভোট মধ্য জানুয়ারি, তৃতীয় ধাপের ভোট জানুয়ারির শেষের দিকে। আর চতুর্থ ধাপের ভোট হবে মধ্য ফেব্রুয়ারিতে।
তিনি বলেন, দ্বিতীয় ধাপের পৌরসভার ভোটের তফসিল এ সপ্তাহেই ঘোষণা করা হতে পারে। প্রত্যেক ধাপে ইভিএমে ভোট হবে ৩০ পৌরসভায়।অন্যগুলোতে ব্যালটে ভোট হবে।