ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ট্রাক্টর ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সকালে হরিণাকুণ্ডু উপজেলার পারমথুরাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে মোটরসাইকেল চালক শাকিল আহম্মেদ (২৫) ও সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের হুমায়ুন আহম্মেদের ছেলে ট্রলি চালক শফিক উদ্দিন (৩০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সদরের কিংশুক ইটভাটার ট্রাক্টর ট্রলি চালক শফিক মাটি আনতে হরিণাকুণ্ডুর দিকে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের পারমথুরাপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ট্রলি চালক শফিক ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, এতে আহত হন মোটরসাইকেলের চালক শাকিল হোসেন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।