স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়ায় গাঁজাসহ খাইরুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাত নয়টার দিকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদারপুর গ্রামের দুলাল চৌধুরীর ছেলে।
বাঘারপাড়ার খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক এসআই জুম্মান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জহুরপুর ইউনিয়নের বেতালপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় হারুনের বাড়ির সামনে থেকে আটক মাদক ব্যবসায়ী খাইরুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ৫০ গ্রাম গাঁজা। অভিযানকালে সঙ্গীয় ফোর্স জয় বিশ্বাস উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মামলা হয়েছে।