যশোর অফিস : তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশী সন্ত্রাসীরা এক বাড়িতে হামলা চালিয়েছে। ধারালো অস্ত্র দিয়ে মারপিট জখমসহ বাড়িঘর ভাংচুর ও স্বর্ণালংকর লুটপাট করেছে। নারীদের কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানীর ঘটিয়েছে। এ ব্যাপারে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪জনের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার উত্তর ললিতাদাহ কলোনী পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে আমিনুর রহমান, একই এলাকার হোসেন আলীর ছেলে শামীম, রহিমের ছেলে মনিরুল, মৃত শাফিউল্লাহর ছেলে রহিম,শহিদ ও জলিল, জলিলের স্ত্রী রেখা, হোসেন আলীর স্ত্রী শাফিয়া, রহিমের ছেলে আমিনুর রহমান ও মৃত খালেকের ছেলে হোসেন আলীসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার উত্তর ললিতাদাহ কলোনী পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে আমিনুর রহমান বাদি হয়ে উক্ত আসামী ও তাদের অজ্ঞানামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় আমিনুর রহমান উল্লেখ করেন, আসামীদের ও আমিনুর রহমানের বাড়ি পাশাপাশি। তাদের মধ্যে সামান্য বিষয় নিয়ে র্দীঘ দিন যাবত বিরোধ চলে আসছিল। গত ২৩ নভেম্বর বেলা সাড়ে ৩ টায় আসামী সাফিয়ারের ছেলে শামীম বাদি আমিনুর রহমানের ভাইপো শিশু সোহান (৫) কে এলোপাতাড়ীভাবে মারপিট করে। সোহান তার চাচার কাছে খোড়াতে খোড়াতে এসে মারামারি বিষয় জানালে চাচা আমিনুর রহমান আসামীদের উঠানে গিয়ে বিষয়টি প্রতিবাদ জানালে আসামীরা ক্ষিপ্ত হয়ে বাদি আমিনুর রহমানকে গালিগালাজ করে। এ সময় আমিনুর রহমানের ভাবি রিনি মা আঞ্জুরা বেগম,ভাইপো সিয়াম ও সোহান প্রতিবাদ ও ঠেকাতে এলে তাদেরকে মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এ সময় ভাবী রিনিও বৃদ্ধা আঞ্জুয়ারা বেগম এবং সোহান ও সিয়ামকে মারপিট পূর্বক ধারালো অস্ত্র দিয়ে জখম করে। পরে বড় ভাই মিজানুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে নগদ ১০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকর, ১৫শ’ টাকা মূল্যের বাটন মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায়। বাড়ি ঘর ভাংচুর করে ৩০ হাজার টাকা ক্ষতি সাধণ করে।