যশোর অফিস : যশোরে তিন লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মিম খাতুন নামে এক এক গৃহবধু। রোববার (২৯ নভেম্বর) তিনি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুদ্দীন হোসাইনের আদালতে মামলাটি করেন। বিচারক অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
আসামির নাম মাসুদুর রহমান। তিনি সদর উপজেলার সালিয়াট গ্রামের মুস্তাফিজুর রহমানের ছেলে।
বাদী সদর উপজেলার মাহিদিয়া গ্রামের লিটন বিশ্বাসের মেয়ে মিম খাতুনের অভিযোগ, ২০১৮ সালের ২ নভেম্বর সালিয়াট গ্রামের মুস্তাফিজুর রহমানের ছেলে মাসুদুর রহমানের সাথে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের এক মাস পার হতে না হতেই স্ত্রীর গায়ের রঙ কালো বলে মিম খাতুনের কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন মাসুদুর রহমান। এ কারণে মাসুদুর রহমান স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এরই মধ্যে অন্তঃসত্বা হয়ে পড়েন মিম খাতুন। কিন্তু স্বামীর নির্যাতনের কারণে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।
অন্যদিকে, নির্যাতন সইতে না পেরে বিভিন্ন সময় মিম খাতুন পিতার বাড়ি থেকে মোট দেড় লাখ টাক এনে দেন স্বামীকে। এরপরই তার ওপর নির্যাতন বন্ধ হয়নি। এক পর্যায়ে ৩ মাস আগে যৌতুকের বাকি দেড় লাখ টাকার দাবিতে সোনার অলঙ্কার ও মূল্যবান কাপড় চোপড় রেখে দিয়ে স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন মাসুদুর রহমান। এ ঘটনার পর গত ২০ নভেম্বর মাহিদিয়া গ্রামে মিম খাতুনের পিতার বাড়িতে এক শালিস বৈঠকের আয়োজন করা হয়।
শালিসে মাসুদর রহমান জানান, যৌতুকের বাকি টাকা না পেলে তিনি অন্যত্র বিয়ে করবেন। এরপর তিনি সেখান থেকে চলে যান।