নিউজ ডেস্ক : আগের টেস্টে ধ্বংসস্তুপে চাপা পড়েছিল ভারত। নিজেদের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহে গুটিয়ে গিয়েছিল তারা। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে চ্যালেঞ্জটা ছিল আরও বেশি। পেসার মোহাম্মদ সামি ইনজুরিতে, সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে দলে নেই নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি।
তৃতীয় দিনের শেষ পর্যন্ত ওই চ্যালেঞ্জটা আজিঙ্কা রাহানের নেতৃত্বে ভালোভাবেই সামলেছে ভারত। একটা পর্যায়ে অনেকেই হয়তো স্বপ্ন দেখছিলেন ভারতের ইনিংস ব্যবধানে জয়ের। এখন অবশ্য সেটার সম্ভাবনা নেই বললেই চলে।
৪ উইকেট হাতে রেখে সফরকারীদের চেয়ে মাত্র ২ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। ১৩৩ রান তুলতেই শেষ ৬ উইকেট। সন্দেহ নেই চতুর্থ দিনেই হারের শঙ্কায় অস্ট্রেলিয়া।
মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে সোমবার ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান নিয়ে শুরু করেছিল ভারত। আগের দিন সেঞ্চুরি নিশ্চিত করা অধিনায়ক রাহানে রান আউটে কাটা পড়েন ২২৩ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলে।
ফিফটির অপেক্ষায় থাকা রবীন্দ্র জাদেজাও সেটা করে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। মিচেল স্টার্কের বলে ৫৭ রান করে সাজঘরে ফেরত যান তিনি। শেষ পর্যন্ত ১ম ইনিংসে ৩২৬ রানে অলআউট হয় ভারত।
জবাব দিতে নেমে ৪ রানেই উদ্বোধনী ব্যাটসম্যান জো বার্নসের বলে আউট হন। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মেথু ওয়েড করেন ৪০ রান। এদিনও ব্যর্থ হন টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে থাকা স্টিভেন স্মিথ। ৩০ বলে ৮ রান করে বুমরাহের বলে বোল্ট হন তিনি। ক্যামরন গ্রিন ১৭ ও প্যাট কামিন্স ১৫ রানে অপরাজিত থেকে অস্ট্রেলিয়ার পক্ষে দিন শুরু করবেন।