নিউজ ডেস্ক: দিনাজপুরের হিলিস্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ পেঁয়াজের ট্রাকে ১৫ মেট্রিক টন পেঁয়াজ এসেছে বলে জানা গেছে। শিগগিরই বাজারে কেজি প্রতি ২২ থেকে ২৫ টাকা দাম কমে যাবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাকের দেশে আসার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
হিলি স্থলবদর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানিয়েছেন, পেঁয়াজের ওপর থেকে গত ২৮ ডিসেম্বর ভারত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দুই একদিনের মধ্যে বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ হলে কেজি প্রতি ২২ থেকে ২৫ টাকা কমে আসবে। আজ পেঁয়াজের ট্রাকে ১৫ মেট্রিক টন পেঁয়াজ এসেছে।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর হিলি স্থলবন্দরের আমদানিকারকরা পেঁয়াজ আমদানির জন্য এলসি করেছিলেন। সেই পেঁয়াজগুলো আজ বিকেল থেকে বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।’