স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যশোরের বাঘারপাড়ায় মুকুল নামে এক যুবক ছুরিকাহত হয়েছে। সে উপজেলার ইন্দ্রা গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।
সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা রাতে উপজেলার ইন্দ্রা বাজারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ইন্দ্রা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইন্দ্রা গ্রামের ফরিদ উদ্দিনর ছেলে নয়ন তাকে ছুরিকাঘাত করে । রাত সাড়ে ৭ টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঘারপাড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহ আলম রুবেল জানান, হাসপাতালে আসার পর রোগীর শরীরে প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছিল। ধারণা করা হচ্ছে লিভার অথবা ফুসফুস ফুটো হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। যে কারণে গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপতালে রেফার করা হয়েছে।
বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। মুকুল ও নয়ন পরস্পর বন্ধু বলে জেনেছি। ঘটনা তদন্ত করা হচ্ছে।