নিউজ ডেস্ক: বুধবার ( ১৩ জানুয়ারি ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রান্ত সর্বশেষ তথ্য জানানো হয়েছে।
মৃত্যু
দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৩৩ জনের।এদের মধ্যে হাসপাতালে ১৩ জন মারা গেছেন। আর বাড়িতে ১ জন।
শনাক্ত
সেই সাথে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৮৯০ জনের দেহে। সবমিলিয়ে মোট শনাক্ত ৫ লাখ ২৪ হাজার ৯১০ জন।
সুস্থ
রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত এক দিনে সুস্থ হয়েছেন ৮৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ চার লাখ ৬৯ হাজার ৫২২ জন।
মৃতদের বয়স
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স হিসেব করে দেখা গেছে, ৬০ বছরের ঊর্ধ্বে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন রয়েছেন।
বিভাগে মৃত
গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে দুইজন, খুলনা ও সিলেট বিভাগে একজন করে দুইজন রয়েছেন।
দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।