নিউজ ডেস্ক: মুজিববর্ষ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর আরো ৩৫ ভূমিহীন পরিবার উপহার পাচ্ছেন বলে জানিয়েছেন ইউএনও ফারজানা খানম।
বুধবার (১৩ জানুয়ারি) চন্ডিগড় ইউনিয়নের সাতাশি গ্রামে মান সম্মত ঘর নির্মাণ কাজের পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
জমি ও ঘরহীন পরিবারকে পুনর্বাসনের জন্য এসব ঘর নির্মাণ করা হচ্ছে। যার প্রতিটিতে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা খরচ হচ্ছে। ঘরে দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা রুম, বারান্দা, রান্নাঘর ও বসত ঘরের সাথেই থাকছে টয়লেট। ঘর গুলোর নির্মাণ কাজ শেষ হলে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে একযোগে উদ্বোধনের মাধ্যমে গৃহহীনদের মাঝে ঘরগুলো হস্তান্তর করবেন।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ- ২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে উপজেলার দুর্গাপুর সদর, কাকৈরগড়া ও চন্ডিগড় ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই ৩৫টি ঘর দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম বলেন, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া ঘরগুলোর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। ঘর নির্মান কাজের গুণগতমান নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক দেখাশুনা করা হচ্ছে। সঠিক সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করে তালিকাভুক্ত গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এসব ঘর হস্তান্তর করা হবে।