স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া : যশোরের বাঘারপাড়া পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো নৌকার প্রতীক পেয়েছেন পৌর আওয়ামী লীগের আহবায়ক ও বর্তমান মেয়র কামরুজ্জামান বাচ্চু। এর আগে ২০১৫ সালে পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি।
বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে মেয়র প্রার্থী হিসেবে দলীয় প্রতীক নৌকার মনোনয়ন দেওয়া হয়।
কামরুজ্জামান বাচ্চু প্রতিক্রিয়ায় বলেন, ‘সব মানুষের আন্তরিক ভালোবাসা ও দোয়ায় প্রিয় নেত্রী শেখ হাসিনা দ্বিতীয় বারের মতো আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচনে সবার ভালোবাসা নিয়ে নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাবো। দলীয় প্রতীক পাওয়ায় আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই।’
কামরুজ্জামান বাচ্চু ছাত্র জীবন থেকে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভূগোল বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এরপর পড়াশুনা শেষ করে তিনি নাড়ির টানে নিজ মাতৃভূমি বাঘারপাড়ায় ফিরে আসেন। এ সময় বিএনপি-জামাত বিরোধী অন্দেলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। যে কারণে নব্বই দশকের মাঝামাঝি সময়ে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হন। এ পদে তিনি তিন বছর দায়িত্ব পালন করেন। এরপর জড়িয়ে পড়েন আওয়ামী লীগের রাজনীতিতে।
২০১৫ সাল থেকে কামরুজ্জামান বাচ্চু বাঘারপাড়া পৌর আওয়ামী লীগের আহবায়ক নির্বাচিত হন। বর্তমানে তিনি এই পদে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা কামরুজ্জামান বাচ্চুর দাদা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আজিবর বিশ্বাস বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। আর বাচ্চুর বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন ছিলেন উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।