নিউজ ডেস্ক : বাগেরহাটের মোড়েলগঞ্জে শহিদুল ইসলাম হাওলাদার (৫৩) নামে এক মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শহিদুল ইসলাম হাওলাদার উপজেলার হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে এবং পিরোজপুরের নামাজপুর সাকিনা হামিদ দাখিল মাদরাসার শিক্ষক।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল ৯টার দিকে উপজেলার দাসখালী গ্রামের জনৈক সুধা রানী মজুমদার তার পার্শ্ববর্তী আলমগীর হাওলাদারের সুপারি বাগানে বাগানে একটি লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ওই বাগান থেকে শিক্ষক শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে।