নিউজ ডেস্ক: বাণিজ্য মেলা ১৭ মার্চ করতে চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু ওই দিন বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস হওয়ার কারণে ১৪ মার্চকে পুনঃনির্ধারণ করে আবার প্রস্তাব পাঠানো হয়। কিন্তু সে তারিখও আপাতত স্থগিতের কথা জানানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়কে।
সবমিলিয়ে এ মেলা আপাতত স্থগিতই থাকছে, কিংবা ‘না হওয়ার সম্ভাবনাই বেশি’ বলে জানিয়েছেন বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন।
এ বিষয়ে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, নতুন স্থানে (পূর্বাচলে) মেলার আয়োজন নিয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সবধরনের প্রস্তুতি আছে। কিন্তু মহামারি করোনার উদ্বেগের কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনায় আপাতত স্থগিত করা হলো এই মেলা।’
বাণিজ্য সচিব আরো বলেন, ‘আপাতত হচ্ছে না, বা না হওয়ার সম্ভাবনাই বেশি; এতটুকু বলা যায়। আগামীকাল সব ক্লিয়ার করে বলা যাবে।’