নিউজ ডেস্ক: সরকারের আশ্বাসে সারাদেশে নৌযান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ- এর চেয়ারম্যান গোলাম সাদেক।
সোমবার (২৫ জানুয়ারি) রাতে নৌযান শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি।
এর আগে আজ দুপুর ২টা থেকে সারাদেশে দূরপাল্লার নৌযান ধর্মঘট শুরু করেছিল নৌযান শ্রমিকরা। ঢাকার মেরিন আদালতে যাত্রীবাহী নৌযানের দুজন মাস্টারের (চালক) জামিন বাতিলের প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছিল।