নিউজ ডেস্ক
‘ঘুম ঘুম চোখে বেপরোয়া গতিতে’ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে বাসচালক নিহত হয়েছেন। এঘটনায় ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত বাসচালক সোহাগের (৫০) বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়।
আহতরা হলেন, জাহানারা বেগম, রিপন, মীর মোহাম্মদ, ফরহাদ হোসেন কাজল ও নূরজাহান বেগম।
আহত রিপন অভিযোগ করে জানান, ঢাকার গাবতলী থেকে খুলনাগামী দিগন্ত পরিবহনের বাসটি গাইদঘাট এলাকায় পৌঁছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেন। চালক ঘুম ঘুম চোখে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন।যে কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক আশরাফুল আলম জানান, ভোরে ৭ জনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। এর মধ্যে বাসচালক সোহাগ চিকিৎসাধীন অবস্থায় ৭টা ৪০মিনিটে মারা যান।
এছাড়া আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে প্রয়োজনে তাদের রেফার করা হবে বলেও জানান তিনি।