নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের টিকা গ্রহন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পঙ্গু হাসপাতালে তিনি টিকা গ্রহন করেন।
গণ-টিকাদান কর্মসূচির অংশ হিসেবে উক্ত টিকা নেন কেন্দ্রীয় আওয়ামী লীগের এ নেতা। ইতোপূর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভ্যাকসিন গ্রহণ শেষে বিএম মোজাম্মেল বলেন, ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। কোনো গুজবে কান না দিয়ে জীবন রক্ষার্থে সবাই ভ্যাকসিন নিন।
এ সময় জাতীয় পঙ্গু হাসপাতালে উপস্থিত ছিলেন, পরিচালক ডাক্তার গণি, ডাক্তার রোকেয়া সুলতানা, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর প্রমুখ।