নিউজ ডেস্ক
আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৯ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচন স্থগিতের আদেশ আদালত তুলে নিয়েছেন। ফলে ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণে আর কোনো বাঁধা রইল না বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।
রিটের পক্ষের আইনজীবী পংকজ কুমার কুন্ডু গণমাধ্যমকে জানিয়েছেন, আপাতত হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট পংকজ কুমার কুন্ডু।
গত বছর যশোর পৌরসভায় নতুন নয়টি মৌজা অন্তর্ভুক্ত করে গেজেট হয়েছে।কিন্তু মৌজাগুলোকে কোনো ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি অন্তর্ভুক্ত করা হয়নি ভোটার তালিকায়ও। সেজন্য যশোর পৌরসভায় নতুন সংযুক্ত হওয়া এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহসহ তিনজন নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন।
ওই রিট আবেদনে গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।