ডিবিডিটি রিপোর্ট
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন উচ্চ আদালতের সকল রায় বাংলায় লেখার কার্যক্রম অব্যাহত রয়েছে জানিয়ে বলেছেন, অচিরেই সব রায় বাংলায় দেয়া হবে।
তিনি বলেন, এজন্য আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করেছি। তারা এরইমধ্যে কাজ শুরু করেছে
রোববার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সৈয়দ মাহমুদ হোসেন বলেন, গত ডিসেম্বরে আমরা একটি সফটওয়্যারের ব্যবহার শুরু করেছি। যার ফলে সুপ্রিম কোর্টের সব রায় ইংরেজি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় রূপান্তরিত হচ্ছে। রূপান্তর কাজ শেষ হলে আমরা আরও গুছিয়ে নেবো।
এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের দুই বিভাগের আইনজীবীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান৷