ডিবিডিটি ডেস্ক
দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী কারিনা কাপুর খান। বড়ভাই হলেন ছোট্ট তৈমুর। চতুর্থ সন্তানের বাবা হলেন সাইফ আলী খান।
২০১৬-তে প্রথমবার মা হয়েছিলেন কারিনা কাপুর। রোববার মুম্বাইয়ের ব্রিঞ্জ ক্যান্ডি নার্সিংহোমে দ্বিতীয় সন্তানের জন্ম দেন অভিনেত্রী।
খবর অনুযায়ী মা ও সন্তান দু-জনেই সুস্থ রয়েছেন। গতকালই তাকে দেখতে গিয়েছিলেন পরিবারের সদস্যারা।
গর্ভকালে একাধিক দিন বেবিবাম্প নিয়ে ফটোশুটের ছবি প্রকাশ করেছেন কারিনা।
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই। সঠিক সময় না জানা গেলেও প্রস্তুতি শুরু হয়ে যায়। দফায় দফায় কারিনার খোঁজ খবর নিয়েছে তার পরিবার। গত বৃহস্পতিবারও করিনার মা ববিতা কাপুর, বড়বোন কারিশমা কাপুর সকলেই এসেছিলেন সাইফ-কারিনার বাড়িতে।