নিউজ ডেস্ক
সরকার ভারতের শিলিগুড়ি পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কাজ করছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এই রেলপথটি পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়েই শিলিগুড়ি যাবে বলেও জানান তিনি।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের উঁচু ও বর্ধিত প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিন বাংলাবান্ধা হয়ে শিলিগুড়ি যাওয়ার ব্যাপারে বলেন, বাংলাবান্ধা একমাত্র স্থলবন্দর, যে বন্দরের সঙ্গে ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের যোগাযোগ রয়েছে। সেজন্য চিলাহাটি থেকে শিলিগুড়ি পর্যন্ত রেল যোগাযোগ চালু হয়েছে। রেলের এই উন্নতির ফলে বাংলাদেশের সঙ্গে বিশ্বের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
মন্ত্রী বিএনপি-জামায়াতের সময় রেল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল বলে উল্লেক করেন। এবং রেলের ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে বিদায় করে দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ ছিল না যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগ সরকার করেছে বলে জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা পর্যন্ত রেল যোগাযোগ ছিল। মোংলা সমুদ্রবন্দর পর্যন্ত রেল যোগাযোগ ছিল না। মোংলা সমুদ্রবন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কাজ শুরু হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ। এসময় আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, মহাপরিচালক ডিএন মজুমদার, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) ড. কেএম কামরুজ্জামান সেলিমসহ অন্যান্যরা।