শফিক, মহেশপুর (ঝিনাইদহ)
যশোরের চৌগাছা উপজেলা ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার মধ্যবর্তী পুড়াপাড়া বাজারস্থ ‘পুড়াপাড়া ব্লাড ব্যাংক’ এর উদ্যোগে রোববার (২১ ফেব্রুয়ারি) ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়ায় বিনামূল্যে রক্ত পরীক্ষা (রক্তের গ্রুপ নির্ণয়) করা হয়।
একঝাঁক স্বেচ্ছাসেবক তরুণের উদ্যোগে গত ২০২০ সালে আগস্ট মাসের শুরুর দিকে যাত্রা শুরু করে ‘পুড়াপাড়া ব্লাড ব্যাংক’ নামের রক্তদান কেন্দ্রিক এই স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই সংগঠনটি জনকল্যাণমুখী কাজে নিয়োজিত।
তারই ধারাবাহিকতায় গতকাল ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়াতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তারা একটি বিনামূল্যে রক্ত পরীক্ষা ক্যাম্পেইন আয়োজন করে।
পুড়াপাড়া ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবক শিশির ওয়াহিদ জানান, ‘আমাদের সংগঠনের উদ্যোগে এটিই প্রথম ক্যাম্পেইন। প্রথম দিনেই ছাড়িয়ে গেছে আমাদের লক্ষ্যমাত্রা। প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়েছি আমরা।’
স্বেচ্ছাসেবক মোঃ সাগর হোসেন জানান, ‘আগামীতে বেশ কিছু স্থান ও শিক্ষা-প্রতিষ্ঠানে আমরা এইধরনের ক্যাম্পেইন আয়োজন করবো বলে আশাবাদী।’
এব্যাপারে ১১ নং মান্দারবাড়িয়া ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, ‘তাদের কাজ গুলো আমার খুবই ভালো লেগেছে। আমি চায় এধরনের কাজ তারা অব্যাহত রাখুক। আমি তাদের সকলের সাফল্য কামনা করি।’
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন পুড়াপাড়া ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবক মোঃ সাগর, আল-আমিন, শিশির, আফ্রিদি, জিএমসহ আরো অনেকে।