সংবাদদাতা, বাঘারপাড়া
যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনী সহিংসতায় নিহত খালেদুর রহমান টিটোর বিরুদ্ধে হত্যা মামলা তুলে নিতে এবং জামিন পেলে বাদীকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহত টিটুর স্ত্রী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আসামি দিলু পাটোয়ারী ও তার সহযোগীরা টিটোকে হত্যা করেই ক্ষান্ত হননি, জেলে বসেই মামলার বাদী বদরুদ্দীনকে বিভিন্ন সন্ত্রাসী দ্বারা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। সেইসঙ্গে আসামিরা জামিন পেলে বাদী ও বাদীর পক্ষের লোকজনকে খুন-জখম করার হুমকি দিচ্ছেন।
তিনি আরও বলেন, এই মামলার আসামিদের পুলিশ রিমান্ডে আনার পরেও প্রশাসন কাউকে দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি করতে পারেনি। এমনকি মােহাম্মদ দিলু পাটোয়ারীকে ১ দিনেরও কেনো রিমান্ড মঞ্জুর হয়নি সেই প্রশ্ন করেন তিনি। একইসঙ্গে এই চাঞ্চল্যকর হত্যা মামলাকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন টিটুর স্ত্রী।
তিনি বলেন, দিলু পাটোয়ারীর বিরুদ্ধে আদালতে ২০ এর অধিক মামলা থাকা স্বত্ত্বেও আইন কেনো তাকে শাস্তি দিতে পারে না তা আমাদের কাছে বােধগম্য নয়।
এ সময় বাদীসহ তার পরিবার যাতে নিরাপদে বসবাস করতে পারে তার নিরাপত্তা প্রদান ও তদন্ত কর্মকর্তা সঠিকভাবে যেনো মামলা তদন্ত করতে পারেন এবং আসামিদের বিচারের মুখোমুখি পারে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সংবাদ সম্মেলনে নিহত খালেদুর রহমান টিটোর সন্তানেরা উপস্থিত ছিলেন।