ডিবিডিটি ডেস্ক
শালি মিশৌরী রশিদের জন্য ছেলে খুঁজছেন বলে জানিয়েছেন মিথিলার স্বামী সৃজিত। সম্প্রতি জাগো এফএমের ‘রাতাড্ডা’ নামের একটি শোয়ে হাজির হয়ে এমন কথাই জানালেন ‘রাজকাহিনী’ খ্যাত নির্মাতা সৃজিত মুখার্জী। ওই শোয়ে একসঙ্গে এসেছিলেন রাফিয়াত রশীদ মিথিলাও।
সৃজিত বলেন, শ্বশুর বাড়ি থেকে আমার শালির জন্য ছেলে দেখতে বলা হয়েছে। পাত্রের সন্ধান চলছে।
প্রায় এক বছর সম্পর্কের পর ২০১৯ সালের ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জীকে বিয়ে করেন মিথিলা রশীদ। এদিন সন্ধ্যায় রেজিস্ট্রি বিয়ে হয় তাদের। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও সৃজিত-মিথিলার কাছের কয়েকজন বন্ধু। বিয়ের আসর বসেছিল কলকাতায় সৃজিতদের বাড়িতে। এই পরিচালকের সঙ্গে মিথিলার পরিচয় হয়েছিল তার খুড়তুতো ভাই গায়ক অর্ণবের মাধ্যমে।
এর আগে ২০০৬ সালে তাহসানকে ভালোবেসে বিয়ে করেছিলেন মিথিলা। প্রায় এক যুগ সংসার করার পর ২০১৭ সালে তাদের ডিভোর্স হয়। দুই তারকার বিবাহবিচ্ছেদ রীতিমতো চমকে দিয়েছিল দেশের বিনোদন দুনিয়াকে। যদিও বিচ্ছেদের কারণ সম্পর্কে কখনো কিছুই প্রকাশ করেননি তাহসান-মিথিলা। সাবেক এই দম্পতির আয়রা নামে এক কন্যাসন্তান রয়েছে।