সংবাদদাতা, ফটিকছড়ি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ সোনাইকুল এলাকায় সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২শ’ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন। যার আনুমানিক মূল্য তিন লক্ষাধিক টাকা।
এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। বাইরে পাচার করার জন্য এসব কাঠ মজুদ করা হয়।
উল্লেখ, পাহাড়ি অঞ্চল থেকে অসাধু কাঠ ব্যবসায়ীরা প্রতিনিয়ত এভাবে কাঠ পাচার করে আসছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে আরো কয়েক দফা অভিযান চালিয়ে প্রচুর পরিমান কাঠ জব্দ করা হয়।